নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের  জন্মবার্ষিকী পালিত

বড়াইগ্রামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের  জন্মবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকীতে আলোচনা সভা  ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। দিনটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ে বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান এর উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

বনপাড়া পৌর আওয়ামী যুবলীগের সভাপতি জাকির হোসেন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ, সহ-সভাপতি আবদুল মান্নান ।

এসময় বনপাড়া পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

বক্তারা বাঙালির দীর্ঘ মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে বঙ্গমাতার অবদান তুলে ধরেন। আলোচনা সভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়।

আরও দেখুন

নাটোরে প্রচারণাকালে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ 

নিজস্ব প্রতিবেদক: নাটোর সদর উপজেলার প্রতিদ্বন্দ্বী ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে …