মঙ্গলবার , এপ্রিল ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের  জন্মবার্ষিকী পালিত

বড়াইগ্রামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের  জন্মবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকীতে আলোচনা সভা  ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। দিনটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ে বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান এর উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

বনপাড়া পৌর আওয়ামী যুবলীগের সভাপতি জাকির হোসেন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ, সহ-সভাপতি আবদুল মান্নান ।

এসময় বনপাড়া পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

বক্তারা বাঙালির দীর্ঘ মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে বঙ্গমাতার অবদান তুলে ধরেন। আলোচনা সভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়।

আরও দেখুন

বাগাতিপাড়ায় গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া: নাটোরের বাগাতিপাড়ায় শিউলি  খাতুন (৩০) নামে এক গৃহবধূ গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা …