নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহতের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আজ শনিবার দুপুরে যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সড়কপরিবহন ও মহাসড়ক) আনিসুর রহমান সহ কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিএ পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মদ মাহবুব-ই-রাব্বানী, বগুড়া রিজিওনাল হাইওয়ে পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন,সড়ক ও জনপদ বিভাগের তত্তাবধায়ক প্রকৌশলী তানভির সিদ্দিকসহ বিআরটিএ ও সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাগণ।
ঘটনাস্থল পরিদর্শন শেষে যুগ্ম সচিব আনিসুর রহমান সাংবাদিকদের জানান, গত ৭ মে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রামের বনপাড়াতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত এবং আরো অন্তত ২০ জন আহত হয়। এই দূর্ঘটনার কারণ নির্ণয় করতে মন্ত্রণালয় কর্তৃক গঠিত ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।
আরো জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ও দূর্ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে এবং এই মহাসড়কে সাম্প্রতিক দুর্ঘটনা সহ অন্যান্য দুর্ঘটনার কারণ নির্ণয় করতে ঘটনাস্থল সহ মহাসড়ক পরিদর্শন করা হয়েছে। পরিদর্শন ও তদন্ত শেষে দুর্ঘটনা রোধে করণীয় বিষয়ে সুপারিশ করা হবে বলে জানান তারা। পরে তা অনুমোদন সাপেক্ষে দ্রুত বাস্তবায়ন করা হবে।
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় ৭জন নিহতের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …