নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
পেশায় পশুচিকিৎসক হলেও কাজীগিরিতে তিনি সিদ্ধহস্ত। কোথাও তিনি কাজীর সহকারি। আবার কোথাও বিয়ে রেজিস্ট্রি করেন। বাল্যবিয়ে সহ অনেক পাত্র-পাত্রীর বিয়ে দিয়েছেন। এমন অভিযুক্ত ব্যক্তি হলেন গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেরগঙ্গারামপুর গ্রামের দেল মাহমুদ মন্ডলের ছেলে মোস্তাফিজুর রহমান মোস্তফা। তার বিরুদ্ধে গুরুদাসপুর থানায় অভিযোগ ঠুকে দিয়েছেন নিকাহ রেজিস্টার কাজী আমিনুল ইসলাম নজরুল।
উপজেলার নারায়নপুর গ্রামের প্রভাষক আনিসুর রহমান বলেন, মোস্তফা বিয়ে রেজিস্ট্রি করলেও কাউকে কাবিনের নকল দেন না। চাপে পড়ে আমার বিয়ের কাবিননামা অন্য এলাকার কাজীর কাছ থেকে এনে দিতে বাধ্য হন।
উপজেলা কাজী সমিতির সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, মোস্তফা ভুয়া কাজী সেজে প্রতারণা করেছেন। তার শাস্তি হওয়া দরকার।
মোস্তফা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, মাদ্রাসায় শিক্ষকতা করার কারণে মাঝেমধ্যে মোল্লাগিরি করতে হয়। তবে গুরুদাসপুরের আব্দুল লতিফ কাজীর মাধ্যমে দুটি বিয়ে রেজিস্ট্রির কথা স্বীকার করেন তিনি।
এ ব্যাপারে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মতিন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও দেখুন
লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক লালপুরে,,,,,,,, নাটোরের লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর ২০২৪) …