নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়ার নন্দীগ্রামে বই উৎসব অনুষ্ঠিত

বগুড়ার নন্দীগ্রামে বই উৎসব অনুষ্ঠিত

নাজমুল হুদা, নন্দীগ্রাম (বগুড়া):
বগুড়ার নন্দীগ্রামে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি বছরের প্রথমদিন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণের মধ্যদিয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়। উপজেলার বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি লিটন কুমার চৌহান, বিএনপি নেতা আলাউদ্দিন সরকার ও সাবেক ইউপি সদস্য গৌর চন্দ্র প্রমুখ। অপরদিকে নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিরিশ চন্দ্র রায় সহকারী শিক্ষকদের নিয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করেন।

রণবাঘা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মখলেছুর রহমান ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আজমীরি জামান বকুল, সহকারী প্রধান শিক্ষক দেব দুলাল ও সহকারী শিক্ষক মিনহাজুর রহমান হাবিব। বছরের প্রথমদিন বই হাতে পেয়ে খুব খুশি। স্বাস্থ্যবিধি মেনেই ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়।

আরও দেখুন

মেট্রো যাচ্ছে ৫ জেলায়

নিউজ ডেস্ক : নেটওয়ার্কে যুক্ত হচ্ছে গাজীপুর নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী  ঢাকার বাইরেও বিস্তৃত হচ্ছে মেট্রোরেল …