নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়ার নন্দীগ্রামে বই উৎসব অনুষ্ঠিত

বগুড়ার নন্দীগ্রামে বই উৎসব অনুষ্ঠিত

নাজমুল হুদা, নন্দীগ্রাম (বগুড়া):
বগুড়ার নন্দীগ্রামে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি বছরের প্রথমদিন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণের মধ্যদিয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়। উপজেলার বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি লিটন কুমার চৌহান, বিএনপি নেতা আলাউদ্দিন সরকার ও সাবেক ইউপি সদস্য গৌর চন্দ্র প্রমুখ। অপরদিকে নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিরিশ চন্দ্র রায় সহকারী শিক্ষকদের নিয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করেন।

রণবাঘা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মখলেছুর রহমান ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আজমীরি জামান বকুল, সহকারী প্রধান শিক্ষক দেব দুলাল ও সহকারী শিক্ষক মিনহাজুর রহমান হাবিব। বছরের প্রথমদিন বই হাতে পেয়ে খুব খুশি। স্বাস্থ্যবিধি মেনেই ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …