নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁয় দুর্নীতি ও অর্থ আত্মসাতের বিরুদ্ধে মানববন্ধন
মানববন্ধন

নওগাঁয় দুর্নীতি ও অর্থ আত্মসাতের বিরুদ্ধে মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর মান্দায় দূর্নীতি, অর্থ আত্মসাৎ ও নিয়ম বহির্ভূত ভাবে নিয়োগ বাণিজ্য বন্ধের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয়রা। উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পিড়াকৈর দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মিজানুর রহমান, সভাপতি ইব্রাহিম হোসেন ও বিদ্যোৎসাহী সদস্য খাইরুল ইসলামের বিরুদ্ধে বৃহস্পতিবার সকাল ১০টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহনকারীরা বলেন, প্রতিষ্ঠানটিতে আয়া পদে নিয়োগ প্রদানের জন্য একাধিক প্রার্থীর নিকট থেকে নগদ টাকা এবং জমি রেজিষ্ট্রি নিয়েছেন সুপারিনটেনডেন্ট মিজানুর রহমান, সভাপতি ইব্রাহিম হোসেন ও বিদ্যোৎসাহী সদস্য খাইরুল ইসলাম। মানববন্ধনে বক্তারা এই শিক্ষা প্রতিষ্ঠানে এই সব দুর্নীতি, অর্থ আত্মসাত ও অবৈধ নিয়োগ বানিজ্য যারা করছে তাদের দৃষ্টান্তর মূলক শাস্তি চান।

এ সময় মানববন্ধনের অভিভাবক কমিটির সদস্য শফিকুল ইসলাম, ছাত্র অভিভাবক, আব্দুল কুদ্দুস, সাদেকুল ইসলাম, আব্দুল কাদের সহ শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …