বৃহস্পতিবার , মে ২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নওগাঁয় দুর্নীতি ও অর্থ আত্মসাতের বিরুদ্ধে মানববন্ধন
মানববন্ধন

নওগাঁয় দুর্নীতি ও অর্থ আত্মসাতের বিরুদ্ধে মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:
নওগাঁর মান্দায় দূর্নীতি, অর্থ আত্মসাৎ ও নিয়ম বহির্ভূত ভাবে নিয়োগ বাণিজ্য বন্ধের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয়রা। উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পিড়াকৈর দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মিজানুর রহমান, সভাপতি ইব্রাহিম হোসেন ও বিদ্যোৎসাহী সদস্য খাইরুল ইসলামের বিরুদ্ধে বৃহস্পতিবার সকাল ১০টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহনকারীরা বলেন, প্রতিষ্ঠানটিতে আয়া পদে নিয়োগ প্রদানের জন্য একাধিক প্রার্থীর নিকট থেকে নগদ টাকা এবং জমি রেজিষ্ট্রি নিয়েছেন সুপারিনটেনডেন্ট মিজানুর রহমান, সভাপতি ইব্রাহিম হোসেন ও বিদ্যোৎসাহী সদস্য খাইরুল ইসলাম। মানববন্ধনে বক্তারা এই শিক্ষা প্রতিষ্ঠানে এই সব দুর্নীতি, অর্থ আত্মসাত ও অবৈধ নিয়োগ বানিজ্য যারা করছে তাদের দৃষ্টান্তর মূলক শাস্তি চান।

এ সময় মানববন্ধনের অভিভাবক কমিটির সদস্য শফিকুল ইসলাম, ছাত্র অভিভাবক, আব্দুল কুদ্দুস, সাদেকুল ইসলাম, আব্দুল কাদের সহ শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন।

আরও দেখুন

হিলি দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক:মহান আর্ন্তজাতিক পহেলা মে দিবস উদযাপন উপলক্ষে এক দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের …