নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যানের করোনা মুক্তি কামনায় মসজিদে মসজিদে দোয়া

বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যানের করোনা মুক্তি কামনায় মসজিদে মসজিদে দোয়া

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর করোনা সংক্রমণ থেকে আশু মুক্তি কামনায় উপজেলার দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজ শেষে মসজিদে মসজিদে তার অনুসারীরা মিলাদ ও দোয়ার আয়োজন করেন। চান্দাই এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান গোলাম ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ইন্তাজের নেতৃত্বে, বনপাড়া পৌরসভা এলাকায় পৌর আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আবুল কালাম আযাদ ও আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান প্রামাণিকের নেতৃত্বে, বড়াইগ্রাম পৌরসভার বিভিন্ন মসজিদে জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়াদ্দারের নেতৃত্বে, মাঝগাঁও ইউনিয়নে জাকির হোসেন সরকার ও আতিকুর রহমান মাষ্টারের নেতৃত্বে, জোয়াড়ী ইউনিয়নে দুলাল হোসেন মাষ্টার ও ইসাহাক আলীর নেতৃত্বে, জোনাইল ইউনিয়নে আবুল কালাম আযাদ ও মাহতাব আলী মাষ্টারের নেতৃত্বে, বড়াইগ্রাম ইউনিয়নে আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এবং গোপালপুর ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী ও তার মেয়েসহ করোনা করোনা আক্রান্ত সব মানুষের রোগ মুক্তির জন্য দোয়া করা হয়। এসব দোয়া মাহফিলে আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠণের নেতাকর্মীসহ সাধারণ মুসল্লীরা অংশ নেন।

আরও দেখুন

লালপুরে গমের নাড়া পোড়ানোর আগুনে লিচু বাগান

পুড়ে ছাই নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে গমের জমির নাড়া পোড়ানোর আগুনে পাশের বাগানের লিচু, আম,মেহগণিসহ …