বৃহস্পতিবার , মে ২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / ২৯ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে নাটোর চিনি কলের আখ মাড়াই শুরু

২৯ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে নাটোর চিনি কলের আখ মাড়াই শুরু


নিজস্ব প্রতিবেদক:
গত বছরের ২৯ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে নাটোর চিনিকলের ৩৮তম আখ মাড়াই মৌসুমের আখ মাড়াই শুরু করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে ডেঙ্গায় আখ ফেলে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক কৃষিবিদ আশরাফ আলী।

এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ, মিলের মহাব্যাবস্থাপক আবু বক্কর, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাসসহ মিলের কর্মকর্তা ও আখচাষী নেতৃবৃন্দ।

মিল কর্তৃপক্ষ জানান, চলতি আখ মাড়াই মৌওসুমে নাটোর চিনি কলে ৫০ হাজার মেঃ টনআখ মাড়াই করে ৩ হাজার ৫০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে। চিনি আহরনের হার নির্ধারণ করা হয়েছে সাড়ে ছয় শতাংশ। লক্ষ্য মাত্রার সব আখ মিলে এসে পৌঁছালে মিলটি প্রায় এক মাস চালু থাকবে।

আরও দেখুন

বাগাতিপাড়ায় পথচারীদের মাঝে ছাত্রদলের শরবত বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া: সারা দেশের ন্যায় নাটোরের বাগাতিপাড়াতেও তীব্র তাপদাহে মানুষের যখন হাসফাস অবস্থা, ঠিক …