নীড় পাতা / উত্তরবঙ্গ / হিলি স্থলবন্দরের সাথে সংশ্লিষ্ট সড়কগুলো সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপদ বিভাগ

হিলি স্থলবন্দরের সাথে সংশ্লিষ্ট সড়কগুলো সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপদ বিভাগ

নিজস্ব প্রতিবেদক, হিলি (দিনাজপুর):
হিলি স্থলবন্দরের প্রধান সড়কগুলো সম্প্রসারণের লক্ষ্যে এর সম্ভাব্যতা যাচাইয়ে সরেজমিন পরিদর্শন করেছেন সড়ক ও জনপদ বিভাগের উপ-সচিব শামিম উজ্জামান এর নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল।

আজ শনিবার বেলা ৩টায় প্রতিনিধি দলটি হিলি স্থলবন্দরে আসেন। এসময় তিনি সীমান্তের শুন্যরেখা থেকে শুরু করে বন্দরের সাথে সম্পৃক্ত বিভিন্ন সড়কগুলো পরিদর্শন করেন। এসময় তার সাথে সিনিয়র প্রকৌশলী শারমিন আক্তার, নির্বাহী প্রকৌশলী তানভীর সিদ্দিকী, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম, সড়ক ও জনপদ বিভাগ দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা, বন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সড়ক ও জনপদ বিভাগের উপ-সচিব শামিম উজ্জামান জানান, বন্দরের সড়কগুলো সম্প্রসারণ না থাকায় প্রায় যানযটের সৃস্টি হয়। বন্দরের আমদানি-রফতানি ব্যহত হয়। তাই বন্দরের সাথে সংশ্লিষ্ট সড়কগুলো সম্প্রসারণ করার উদ্যোগ নেয়া হয়েছে।

আরও দেখুন

প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে তরুনীকে ধর্ষণ,থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ করেছে রুবেল নামের প্রেমিক ও তার দুই …