নীড় পাতা / উত্তরবঙ্গ / হিলি সীমান্তে বিজিবিকে মিষ্টি উপহার দিলো বিএসএফ

হিলি সীমান্তে বিজিবিকে মিষ্টি উপহার দিলো বিএসএফ

নিজস্ব প্রতিবেদক,হিলি (দিনাজপুর):
ভারতের ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরে হিলি সীমান্তের চেকপোস্টে বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় জানিয়েছেন বিএসএফ।

শুক্রবার দুপুরে হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব—পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শুন্য রেখায় ভারতের বিএসএফের ৬১ ব্যাটালিয়নের ইন্সপেক্টর তরুণ শিং ও বিজিবির হিলি আইসিপি কমান্ডার নায়েক সুবেদার মোঃ দেলোয়ার হোসেন এর হাতে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় চেকপোস্ট শুন্যরেখায় কর্তব্যরত পুরুষ ও নারী বিজিবি—বিএসএফ এর সদস্যগণ উপস্থিত ছিলেন।

হিলি আইসিপি কমান্ডার নায়েক সুবেদার দেলোয়ার হোসেন বলেন,ভারতের ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিএসএফ মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় জানান। সীমান্তে সৌহাদ্যর্— সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়ে থাকে। এতে করে সীমান্তে দায়ীত্ব পালনরত দুই বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরো সুদৃড় হবে।

আরও দেখুন

একসাথে এসএসসি পাস করলেন সেই ২ নারী জনপ্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বাগাতিপাড়ায় এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশগ্রহণ করা সেই ৩ নারী জনপ্রতিনিধি ২ জন …