নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / হিলি সীমান্তে বিএসএফ’র অতিরক্তি মহাপরিচালকের সাথে বিজিবি’র সৌজন্য সাক্ষাৎ

হিলি সীমান্তে বিএসএফ’র অতিরক্তি মহাপরিচালকের সাথে বিজিবি’র সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, হিলি:
হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী বিএসএফ’র অতিরক্তি মহাপরিচালক ওয়াই, বি খোরানা-এর সাথে সৌজন্য সাক্ষাত করছেন দিনাজপুর বিজিবি’র সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ গোলাম মহিউদ্দিন খন্দকার। আজ বেলা ২টায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শুন্য রেখায় ভারতীয় অংশে এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।

এর আগে বিএসএফ’র আমন্ত্রনে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ গোলাম মহিউদ্দিন খন্দকার সীমান্তের শুণ্য রেখায় এলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএসএফ’র অতিরক্তি মহাপরিচালক ওয়াই,বি খোরানা।

এসময় শিলিগুড়ি ফ্রন্টইয়ারের কমান্ডার রবি গান্ধি, রায়গঞ্জ বিএসএফ সেক্টর কমান্ডার শ্রীভাস্তুব, পতিরাম ৬১ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক বেলান্দ্র তৃবদি সহ অন্যান্য স্টাফ অফিসাররা তার সাথে ছিলেন।

এছাড়া সৌজন্য সাক্ষাতে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্ণেল রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এসময় বিজিবি’র পক্ষ থেকে বিএসএফ’র অতিরিক্ত মহাপরিচালককে ক্রেষ্ট উপহার দেয়া হয়।

বৈঠক শেষে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল গোলাম মহিউদ্দিন সাংবাদিকদের জানান, মাদক, চোরাচালানসহ সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন স্পর্শ কাতর বিষয় নিয়ে উভয় বাহিনীর মধ্যে কথা হয়েছে। এমন সৌজন্য সাক্ষাতের মাধ্যমে উভয় বাহিনীর মধ্যে সৌহার্দ ও সম্প্রীতি আরো বৃদ্ধি পাবে বলে মনে করেন তিনি।

আরও দেখুন

নাটোরে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে নাটোরে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। …