শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / হিলি সীমান্তে তিন রোহিঙ্গা শিশু-কিশোর আটক

হিলি সীমান্তে তিন রোহিঙ্গা শিশু-কিশোর আটক

নিজস্ব প্রতিবেদক, হিলি
ভালো কাজের প্রলোভনে দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাবার চেষ্টাকালে তিন রোহিঙ্গা শিশু ও কিশোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় হিলি সীমান্তের চেকপোষ্ট সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের গনি মিয়ার ছেলে একরাম হোসেন (১২), নুর ইসলামের ছেলে ইউনুস মিয়া (১৫), নুর মোহাম্মদের ছেলে সদরুল আমিন (১২)।

হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, তিন রোহিঙ্গা শিশু ও কিশোর ভারতে যাবার চেষ্টা করছে ও সীমান্ত এলাকার ঘোরাঘুরি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হিলি সীমান্তের চেকপোষ্ট সড়ক এলাকা থেকে ওই তিন রোহিঙ্গা শিশু ও কিশোরকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ভারতে যাবার জন্যই তারা হিলিতে এসেছে। আমরা এবিষয়ে উদ্ধর্তন কতৃপক্ষের সাথে কথা বলেছি, আইনগত প্রক্রিয়া সম্পূর্ন করে আগামীকাল সকালে তাদেরকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে প্রেরন করা হবে বলে পুলিশ জানায়।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …