নীড় পাতা / উত্তরবঙ্গ / হিলি সীমান্তে গরীব অসহায় দুস্থ্য মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন এমপি

হিলি সীমান্তে গরীব অসহায় দুস্থ্য মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন এমপি

নিজস্ব প্রতিবদক, হিলিঃ

হিলিতে করোনা ভাইরাসের সংক্রামণ রোধে হিলি স্থলবন্দরের হোটেল রেস্তোঁরা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বিপাকে পড়া শ্রমজীবি গরীব অসহায় দুস্থ্য মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক।

হিলি পৌরসভার উদ্যোগে গতকাল শনিবার রাত ১০টার দিকে হিলির ফকিরপাড়া এলাকায় বাড়ি বাড়ি ঘুরে অসহায়দের ডেকে তুলে ৩শ জনের মাঝে চাল, আলু লবণসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। এসময় সেখানে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, পৌর মেয়র জামিল হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক বলেন, আমার নির্বাচনী এলাকা মুলত কৃষিনির্ভর, এখানে বড়কোন কলকারখানা নেই। করোনা ভাইরাসের সংক্রামন রোধে সবকিছু বন্ধ থাকায় মানুষের কষ্টের কথা চিন্তা করে সরকারি বরাদ্দের পাশাপাশি আমার ব্যাক্তিগত উদ্যোগে ৪০ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যেই ১৭ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে, পর্যায়ক্রমে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।

আরও দেখুন

নাটোরে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে নাটোরে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। …