নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / হিলি চেকপোষ্ট দিয়ে দিল্লি ফেরৎ ১জন হোম কোয়ারেন্টাইনে

হিলি চেকপোষ্ট দিয়ে দিল্লি ফেরৎ ১জন হোম কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিবেদক, হিলিঃ
করোনা সংক্রমন সন্দেহে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারতের দিল্লি ফেরৎ একজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

দিনাজপুরের বিরল পৌর শহরের ২২ বছর বয়সী এক যুবক রোববার সকালে হিলি চেকপোষ্ট দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত এর দিল্লি থেকে বাড়ী ফিরেন।

ওই যুবক বলেন গত ৭ ফেব্রæয়ারী ৯০ দিনের টুরিষ্ট ভিষা নিয়ে তিনি ভারতের দিল্লিতে তার দাদুর বাড়ীতে বেড়াতে যান। এবং সেখানে তিনি স্বাশকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়েছেণ।

জেলা সিভিল সার্জন মো. আব্দুল কুদ্দুছ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সর্দি, কাশি ও শ্বাসকস্ট থাকায় আপাতত তাঁকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদিকে হিলি হাকিমপুরে বিদেশ ফেরত ৬ জন সহ দিনাজপুর জেলা ১৬৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

আরও দেখুন

নাটোরে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে নাটোরে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। …