মঙ্গলবার , এপ্রিল ৮ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / হিলিতে স্বল্পমূল্য টিসিবি পণ্য বিক্রয় শুরু

হিলিতে স্বল্পমূল্য টিসিবি পণ্য বিক্রয় শুরু


নিজস্ব প্রতিবেদক,হিলি (দিনাজপুর):
সীমান্তবর্তী দিনাজপুরের হাকিমপুরের হিলিতে স্বল্পমূল্যে ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। স্বল্পমূল্য এই সব টিসিবির পণ্য পেয়ে খুশি নিম্নআয়ের মানুষেরা। তবে পণ্যের পরিধি বাড়ানোর দাবি সাধারণ মানুষের।
আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় হিলি চারমাথা মাইক্রো স্ট্যান্ডে টিসিবি পণ্য বিক্রির উদ্বোধন করেন উপজেলা সমবায় কাযার্লয়ের সহকারী পরিদর্শক ও টেগ অফিসার মোঃ রিয়াজুল ইসলাম ও টিসিবি পণ্য বিক্রয় কেন্দ্রর ডিলার আলমগীর হোসেন আলম।
হাকিমপুর উপজেলা সমবায় কাযার্লয়ের সহকারী পরিদর্শক ও টেগ অফিসার মোঃ রিয়াজুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১০ হাজার ৫ শ ৭১ জন স্বল্প আয়ের মানুষের (ফ্যামেলি কার্ডধারী) মাঝে ফেব্রুয়ারী মাসের ২ কেজি মসুর ডাল,২ লিটার সোয়াবিন তেল, ৫ কেজি চালসহ একটি প্যাকেজ ৪৭০ টাকা দিয়ে বিক্রি করা হচ্ছে। আগামী তিন দিন পর্যায়ক্রমে পৌরসভার ৯ টি ওয়ার্ডে টিসিবি পণ্য বিতরণ করা হবে।

আরও দেখুন

গাজায় গণহত্যার প্রতিবাদে বাউয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসন ও নির্মম গণহত্যার প্রতিবাদে ক্লাস বর্জন করে …