নীড় পাতা / আইন-আদালত / হিলিতে মাদক সেবনের অভিযোগে স্বামী-স্ত্রীর কারাদন্ড

হিলিতে মাদক সেবনের অভিযোগে স্বামী-স্ত্রীর কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, হিলিঃ
দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবনের দায়ে স্বামী-স্ত্রীকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান ও উভয়ের কাছে থেকে একশত টাকা করে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার দুপুর ২ টায় উপজেলার বাসস্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুর রাফেউল আলম এ দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, হাকিমপুর উপজেলা সদরের হিলি সীমান্ত ঘেষা মধ্যবাসুদেবপুর মহল্লার ইমরান আলীর ছেলে আব্দুল আলিম (৩৫) ও তার স্ত্রী সুইটি বেগম (৩২)।

এ বিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুর রাফেউল আলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ উপজেলাকে মাদকমুক্ত করতে আমাদের এ অভিযান অব্যহত থাকবে।

আরও দেখুন

নাটোরে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে নাটোরে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। …