নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / হিলিতে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত

হিলিতে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, হিলি:
স্বাধীনতা ৫০ বছরপূতি উপলক্ষে দিনাজপুরের হিলিতে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস।

আজ বৃহস্পতিবার স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে হিলির সীমান্তবর্তী মুহাড়াপাড়া এলাকায় সূর্যদয়ের সাথে সাথে সন্মুখ সমরে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসের শুভসুচনা করা হয়।

পরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্বরণে নির্মিত সম্মুখ সমর সৃতিস্তম্ভে ফুলদিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এছাড়া উপজেলা আওয়ামীলীগ হাকিমপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন ও স্থানীয় জনসাধারণ পক্ষ থেকে ফুল দিয়ে শহীদের শ্রদ্ধা ও স্বরণ করা হয়। পরে শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া খায়ের করা হয়।

এছারাও বাংলাহিলি বাজারে আওয়ামীলীগের অস্থায়ী দলীয় র্কায়ালযে সকালে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও শহীদদের আত্মার মাখফেরাত করে দোয়া খায়ের করা হয়।

এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন-উর-রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন মল্লিক প্রতাপসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরও দেখুন

নাটোরে প্রচারণাকালে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ 

নিজস্ব প্রতিবেদক: নাটোর সদর উপজেলার প্রতিদ্বন্দ্বী ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে …