নীড় পাতা / উত্তরবঙ্গ / হিলিতে দু’দেশের সীমান্তে উচ্চ পর্যায়ের ভূমি জরিপ

হিলিতে দু’দেশের সীমান্তে উচ্চ পর্যায়ের ভূমি জরিপ

নিজস্ব প্রতিবেদক, হিলি
ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমানার সীমান্ত পিলার পরিদর্শন, নির্মাণ, পূণঃনির্মাণ ও মেরামতের উদ্যেশ্যের দু’দেশের ভূমি জরিপ অধিদপ্তরের মহাপরিচালক পর্যায়ের প্রতিনিধি দল আজ মঙ্গলবার দুপুর ২টায় হিলি সীমান্তের শুন্যরেখায় উপস্থিত হয়ে বিভিন্ন সীমান্ত পিলার যৌথভাবে পরিদর্শন করেন।

সীমান্ত পিলার পরিদর্শনে নেতৃত্ব দেন বাংলাদেশ ভমি জরিপ অধিদপ্তরের মহা পরিচালক তসলীমুল ইসলাম সহ ৭ সদস্যের প্রতিনিধি দল। ভারতের পক্ষে নেতৃত্ব দেন সে দেশের জরিপ অধিদপ্তর পশ্চিমবঙ্গের ডি,এল,আর,এস মহাপরিচালক অরবিন্দ্র সিং সহ ৫ সদস্যের প্রতিনিধি দল।

বাংলাদেশ ভুমি জরিপ অধিদপ্তরের মহা পরিচালক তসলীমুল ইসলাম জানান, তারা দু’দেশের প্রতিনিধিদল ২৭ জুলাই বাংলাবান্দা সীমান্ত থেকে ৪৪৫/৪ সাব আন্তজার্তিক সীমানা পিলার পরিদর্শনের মধ্যদিয়ে যৌথ সীমানা পরিদর্শন কার্যক্রম শুরু করেন এবং হিলি স্থলবন্দরের জিরো পয়েন্ট আন্তজাতিক সীমানা পিলার ২৮৫/ ১১ সাব পিলার পরিদর্শনের মধ্যে দিয়ে তাদের পরিদশন কার্যক্রম শেষ করেন।

সীমানা পরিদর্শনকালে বিজিবি ২০ ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্ণেল রাসেদ মোহাম্মদ আনিছুল হক সহ বিজিবি, বিএসএফ, পুলিশ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে যৌথ প্রতিনিধি দল তাদের যৌথ পরিদর্শন কার্যবিবরনী প্রস্তুত, চুড়ান্তকরন করেন এবং যৌথ স্বাক্ষর প্রদান করেন।

আরও দেখুন

হাকিমপুরে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

নিজস্ব প্রতিবেদক: রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ ষ্ঠ প্রথম ধাপে দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদের …