নীড় পাতা / উত্তরবঙ্গ / হিলিতে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু

হিলিতে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক, হিলি:
“মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হিলিতে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ “অক্টোবর ২০২০” মাসব্যাপী কার্যক্রম শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার সাড়ে ১২ টায় উপজেলার হিলি-দলারদরগা (বোয়ালদাড় ভায়া) সড়কের সংস্কার কাজের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।

এসময় উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল সাদীক, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আবু রেজা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সার্ভেয়ার কামরুল হাসান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল সাদীক বলেন, মুজিববর্ষ উপলক্ষে অক্টোবর মাসকে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের মাস ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় হাকিমপুর উপজেলার এলজিইডি আওয়তায় ২০ জন মহিলা কর্মীর মাধ্যমে বাছাইকৃত সড়কের রক্ষণাবেক্ষণের কাজ আজ থেকে শুরু হয়েছে। মাসব্যাপী এই কার্যক্রম অব্যহৃত থাকবে।

আরও দেখুন

বাংলা‌দে‌শিদের জন্য ১২ ক্যাটাগরির ভিসা চালু কর‌ছে ওমান

নিউজ ডেস্ক : গত বছরের অক্টোবর থেকে বাংলাদেশিদের ভিসা প্রদান বন্ধ রেখেছিল ওমান দেশটিতে বাংলাদেশি …