নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / হাটের জন্যে স্বাস্থ্য সুরক্ষা সমগ্রী বিতরণ করলেন মেয়র

হাটের জন্যে স্বাস্থ্য সুরক্ষা সমগ্রী বিতরণ করলেন মেয়র

নিজস্ব প্রতিবেদক:
নাটোর সদরের তেবারিয়া হাটের জন্যে স্বাস্থ্য সুরক্ষা সমগ্রী বিতরণ করলেন মেয়র উমা চৌধুরী জলি। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে তিনি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন হাটের ইজারাদের মাঝে।

এসময় মেয়র জানান, করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলা ও আসন্ন ঈদুল আযহা উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে হাট পরিচালনার জন্য তেবাড়িয়া হাট ইজারা গ্রহণকারীদের হাতে ৫০০পিস মাস্ক ও ৩০০ পিস হ্যান্ড স্যানিটাইজার তুলে দিলাম।

তিনি আরো জানান, সরকারি বিধি মেনে তারা যাতে হাট পরিচালনা করতে পারেন তার জন্যেই এই উদ্যোগ। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এনামুর রহমান চিনু, ২নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন এবং হাট ইজারাদার প্রতিনিধি।

আরও দেখুন

বাগাতিপাড়ায় সেরা শিক্ষক-শিক্ষার্থী নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে উপজেলা পর্যায়ে সেরা শিক্ষক-শিক্ষার্থী এবং প্রতিষ্ঠান নির্বাচিত …