নীড় পাতা / উত্তরবঙ্গ / হাকিমপুরে নির্বাচনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

হাকিমপুরে নির্বাচনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, হিলি:
দিনাজপুরের হাকিমপুরে ৩ টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ২০২১ উপলক্ষে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে হিলি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্লাস রুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

হাকিমপুর উপজেলা নির্বাচন অফিসার শফিকুর রহমান আকন্দের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি,এম শাহাতাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাচন অফিসার শাহিনুর ইসলাম প্রামানিক।

দিনাজপুর জেলা নির্বাচন অফিসার বলেন, উপজেলার ৩ টি ইউনিয়নে যাতে শতস্ফুর্ত ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই লক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। নির্বাচনী এলাকায় ম্যাজিস্ট্রেট, র‌্যাব, পুলিশ, বিজিবি ও মোবাইলটিম সার্বক্ষনিক কাজ করে যাবে। ভোটারগন নিরবিগ্নে ভোট প্রদান করে তারা যেন বাড়ি ফিরে যেতে পারে এ ব্যপারে তাদের কঠর নজরদারি থাকবে।

আরও দেখুন

প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে তরুনীকে ধর্ষণ,থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ করেছে রুবেল নামের প্রেমিক ও তার দুই …