নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / সুরজিত সরকারের কবিতা “বটের বস্তিতে দোয়েলের সংসার”

সুরজিত সরকারের কবিতা “বটের বস্তিতে দোয়েলের সংসার”

বটের বস্তিতে দোয়েলের সংসার

এমন দুপুর বহুকাল আসেনা;
দাঁড়িয়ালা বুড়ো বটে নতুন সংসার
পেতেছিল গাঁয়ের শেষে।

অন্তিমের যাত্রায় শোক নেই,
অবসরগুলো ভেসে গেছে
শেষ বারের বানে।

জিরিয়ে নেয়ার ফুসরত খুঁজতে যেয়ে
দেখি,
নামের আগে চন্দ্রবিন্দু।

বুড়ো বটের বস্তি থেকে তলপি তলপা
গুছিয়ে
অবশেষে দোয়েলের মুক্তি!

লেখক: সুরজিত সরকার

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …