নীড় পাতা / জাতীয় / সিসিকের উন্নয়ন দেখে প্রশংসা ভারতের ডেপুটি হাইকমিশনারের

সিসিকের উন্নয়ন দেখে প্রশংসা ভারতের ডেপুটি হাইকমিশনারের

নিউজ ডেস্ক:
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার বিনয় জর্জ। এসময় তিনি উন্নয়ন কাজের অগ্রগতি দেখে প্রশংসা করেন।

রোববার (৩১ অক্টোবর) সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার।

এসময় তারা চারাদীঘির পাড়ে মজলিস আমিন সিটি বেবি কেয়ার একাডেমি এবং কাষ্টঘরে নির্মিত ক্লিনার কলোনি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন তারা। পরে ধোপাদিঘীরপাড়স্থ ওয়াকওয়ে পরিদর্শনে যান।

মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ভারত সরকারের অর্থায়নে সিসিকের বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।

এসময় সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে ভারত সরকার ও বাংলাদেশস্থ ভারতীয় হাই কমিশনকে ধন্যবাদ জানান মেয়র।

এদিকে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে ডেপুটি হাই কমিশনার ড. বিনয় জর্জ সিসিকের কর্মদক্ষতার প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতেও সিসিকের উন্নয়ন সহযোগী হওয়ার আশা প্রকাশ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন- ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জয়সওয়াল, দ্বিতীয় সচিব সঞ্জয় জৈন ও সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান।

আরও দেখুন

নাটোরে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে নাটোরে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। …