নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় ৭ দফা ইশতেহার বাস্তবায়নের দাবিতে গণঅনশন

সিংড়ায় ৭ দফা ইশতেহার বাস্তবায়নের দাবিতে গণঅনশন

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের দাবিতে গণঅনশন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। শনিবার সকাল থেকে উপজেলা চত্বরে এ অনশন শুরু করে। বক্তব্য রাখেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি উপাধ্যক্ষ শীতল কুমার সরকার, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) পঙ্কজ কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক রবিন কুমার কুন্ডু, প্রচার সম্পাদক নয়ন কুমার কুমার, মহিলা বিষয়ক সম্পাদক লীলাবতি হালদার প্রমুখ।

বক্তারা ২০১৮ সালের আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইশতেহার সংখ্যালঘু সুরক্ষা আইন, বৈষম্য বিলোপ আইন প্রনয়ণ, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন আদিবাসীদের জন্য পৃথক ভ‚মি কমিশন গঠন সহ ৭ দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে অনুরোধ জানান।

আরও দেখুন

নাটোরে প্রচারণাকালে চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক:নাটোর সদর উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারনাকালে চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তারুল ইসলাম আলমের ২জন কর্মী-সমর্থকের …