নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়া পৌর নির্বাচনে বিএনপি প্রার্থী ভোট বর্জন করলেও কয়েকটি কেন্দ্রে ধানের শীষের এজেন্ট ছিলো ভোট গণনা পর্যন্ত

সিংড়া পৌর নির্বাচনে বিএনপি প্রার্থী ভোট বর্জন করলেও কয়েকটি কেন্দ্রে ধানের শীষের এজেন্ট ছিলো ভোট গণনা পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়া পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ভোট বর্জন করলেও কয়েকটি কেন্দ্রে পোলিং এজেন্টরা ছিলো ভোট গ্রহণ শেষ পর্যন্ত। ভোট কেন্দ্রের কোন কোন পোলিং এজেন্ট ভোট সুষ্ট হওয়ার কথা জানিয়েছেন। আবার কোন কোন ভোট কেন্দ্রের পোলিং এজেন্টরা বিএনপির ভোট বর্জনের বিষয়টি জানেন না।

বিভিন্ন সূত্রে জানা যায় ভোট গ্রহণের শুরু থেকেই কোন কোন ভোট কেন্দ্রে ধানের শীষের এজেন্ট উপস্থিত ছিলেন না। বেলা ১টায় পৌর বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের ডেকে সংবাদ সম্মেলনে বিএনপির মেয়র প্রার্থী তাইজুল ইসলাম ভোট বর্জনের ঘোষণা দেন। তবে পৌর এলাকার বেশ কয়েকটি ভোট কেন্দ্রে বিএনপির পোলিং এজেন্টরা শেষ পর্যন্ত ভোট কেন্দ্রে ছিলেন।

সিংড়া পৌর এলাকার ৭নং ওয়ার্ডে বিএনপির (ধানের শীষের) পোলিং এজেন্ট রিয়াজ মোস্তফা ভোট কেন্দ্রে থাকাবস্তায় ওই কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা আছাফুল ইসলাম সিদ্দিকীর মোবাইল ফোনে তিনি বলেন, আমি সাক্ষাতে কথা বলব।

৪নং কেন্দ্রে বিএনপির পোলিং এজেন্ট ফায়জুল ইসলাম বলেন, বিএনপির ভোট বর্জনের বিষয়টি আমাকে জানানো হয়নি। ওই কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা সায়বর আলী আকন্দ বিএনপির পোলিং এজেন্ট থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

৫নং কেন্দ্রের নির্বাচনী দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা আল আমিন (পিআইও) বলেন, শুরু থেকে শেষ পর্যন্ত বিএনপির পোলিং এজেন্ট ভোট কেন্দ্রে ছিলো।

উল্লেখ্য বেলা ১টায় উপজেলা বিএনপির আহ্বায়ক এড.মুজিবুর রহমান মুন্টু, সদস্য সচিব দাউদার মাহমুদসহ উপজেলা ও পৌর বিএনপির নেতারা উপস্থিত হয়ে ভোট বর্জনের ঘোষনা দেন।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …