নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় সৌঁতিজাল ও বানার বেড়া অপসারণ

সিংড়ায় সৌঁতিজাল ও বানার বেড়া অপসারণ

নিজস্ব প্রতিবেদক,সিংড়া :

নাটোরের সিংড়ায় ৫টি সৌঁতিজাল ও এক হাজার মিটার বানার বেড়া অপসারণ করেছে উপজেলা প্রশাসন। এসময় ৩০টি নিষিদ্ধ চায়না জালও জব্দ করা হয়। বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা খাতুন এ অভিযানের নেতৃত্ব দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পানি প্রবাহে বাধা ও নিষিদ্ধ চায়না জাল দিয়ে মৎস্য শিকার করা হচ্ছিলো উপজেলাব্যাপী। সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন, জেলা ও উপজেলা মৎস্য অধিদপ্তর বুধবার সন্ধ্যায় যৌথ অভিযান পরিচালনা করে শেরকোল ইউনিয়নের সিধাখালীতে ৩টি ও লালোর ইউনিয়নের সোনাডাঙ্গায় ২টি সৌঁতিজাল  অপসারণ করে। এছাড়া তেলিগ্রাম বিল হতে এক হাজার মিটার বানার বেড়া ও ৩০টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। 

এসময় জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আবুল কালাম আজাদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন উপস্থিত ছিলেন।

আরও দেখুন

নন্দীগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার নন্দীগ্রামে সাত বছরের ছেলে শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে …