নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / সিংড়ায় সংক্রমণের হার শীর্ষে, নাটোরে আজ করোনা সংক্রমণ ৪২.৫ শতাংশ

সিংড়ায় সংক্রমণের হার শীর্ষে, নাটোরে আজ করোনা সংক্রমণ ৪২.৫ শতাংশ


নিজস্ব প্রতিবেদক:
নাটোরে করোনার সংক্রমণের হার ৪২.৫ শতাংশ হলেও সিংড়া উপজেলায় এই হার ৬০.৭১ শতাংশ । জেলায় গতকালের চেয়ে ৩ শতাংশ কম হলেও সিংড়ায় বেড়েছে। আজ ৩১ জানুয়ারি সোমবার ২০০ জনের নমুনা পরীক্ষা করে মোট শনাক্ত হয়েছে ৬৫ জন। এর মধ্যে সিংড়ায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮ জনের। শনাক্ত হয়েছে ১৭ জনের। সিভিল সার্জন অফিস সূত্রে পাওয়া এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। গতকাল এই হার ছিল ৪৫.৬৫ শতাংশ। এই ফলাফল জেলা থেকে সংগৃহীত নমুনা আরটিপিসিআর, জিন এক্সপার্ট এবং র‌্যাপিড এন্টিজেন্ট টেস্টের মাধ্যমে প্রাপ্ত। করোনা পজিটিভ এর অধিকাংশ অর্থাৎ ৪২ জন নাটোর সদর উপজেলার। সিংড়া উপজেলার ১৭ জন। এছাড়াও কম বেশী সকল উপজেলাতেই করোনা সংক্রমনের ধারা অব্যাহত রয়েছে।

জেলায় এ পর্যন্ত ৩৩৭২৬ জনের নমুনা পরীক্ষা করে মোট শনাক্ত হয়েছে ৯০০৬ জন। জেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭৫ জনের। নাটোর আধুনিক সদর হাসপাতালে বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রোগীর সংখ্যা ১২ জন। তবে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানান হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার পরিতোষ রায়। মানুষের উদাসীনতা এই সংক্রমণের ঊর্ধ্বমুখী হার বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

আরও দেখুন

প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে তরুনীকে ধর্ষণ,থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ করেছে রুবেল নামের প্রেমিক ও তার দুই …