নীড় পাতা / শিরোনাম / সিংড়ায় শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন

সিংড়ায় শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজ-এ কর্মরত বিসিএম সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাগণের উপর সন্ত্রাসী হামলা, লাঞ্ছনা ও কটূক্তির প্রতিবাদ এবং দোষীদের গ্রেফতার দাবিতে নাটোরের সিংড়ায় কর্মবিরতি ও মানববন্ধন হয়েছে।

রবিবার (১২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কলেজ চত্বরে এই কর্মসূচি পালন করে বিসিএম সাধারণ শিক্ষা সমিতি সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ ইউনিট।

মানববন্ধনে উপস্থিত ছিলেন গোল-ই-আফরোজ সরকারি কলেজের বিসিএম সাধারণ শিক্ষা সমিতির সভাপতি অধ্যক্ষ মো. জহির উদ্দিন, সাধারণ সম্পাদক ড. মো. রফিকুল ইসলাম, সহ-সভাপতি একেএম সাঈদুর রহমান, যুগ্ম সম্পাদক প্রভাষক বশির আহমেদ, কোষাধক্য প্রভাষক খাইরুল ইসলাম, সহকারী অধ্যাপক মসলিমা খাতুন, প্রভাষক সুপ্রিয়া সাহা, সহকারী অধ্যাপক হাফিজুর রহমান প্রমূখ। মানববন্ধনে প্রতিটি কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ কামনা করা হয়।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …