নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় মাটি চাপায় শ্রমিক নিহত

সিংড়ায় মাটি চাপায় শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় বালি উত্তোলন করতে গিয়ে মাটি ধসে শফিকুল ইসলাম (৩২) নামে একজন শ্রমিক নিহত হয়েছে। উপজেলার কুড়িপাকিয়া ধাপকুড়াইল গ্রামের মৃত আব্দুস সোবহানের পুত্র সে। ঘটনাটি ঘটেছে সুকাশ ইউনিয়নের বেলগাড়ি মসিন্দা গ্রামে।

জানা যায়, রাস্তার সংস্কার কাজের অংশ হিসেবে রাস্তার পাশ থেকে বালি উত্তোলন করা হচ্ছিলো। শুক্রবার (২৪ জুন) বেলা আনুমানিক ১২টার দিকে বালি উত্তোলনের সময় পানি আনতে যায় শ্রমিক শফিকুল। এসময় অনেক খোঁজাখুঁজি করে পায়না সহকর্মীরা। প্রায় ৬ ঘন্টা পর সন্ধ্যা ৬ টার দিকে মাটির নিচে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা তার পরিবারে খবর দেয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও দেখুন

স্মাট ফোনে গেম খেলতে না দেওয়ায় কিশোরের আত্নহত্যা

নিজস্ব প্রতিবেদক: নাটোরের লালপুরে স্মাট মোবাইল ফোনে গেম খেলতে না দেওয়ায় মায়ের উপর অভিমান করে …