শুক্রবার , এপ্রিল ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় প্রতারণা ঠেকাতে উপজেলা প্রশাসনের বিজ্ঞপ্তি

সিংড়ায় প্রতারণা ঠেকাতে উপজেলা প্রশাসনের বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
সিংড়ায় প্রতারণা ঠেকাতে উপজেলা প্রশাসন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে টাইমলাইনে এই বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “একটি সংঘবদ্ধ প্রতারক চক্র সাধারণ মুসল্লিদের হজের নামে প্রতারণা করে টাকা আদায় করছে। কেউ যাতে এ ধরনের প্রতারণার ফাঁদে পা না দেন সেইজন্যে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। একটি ঘোষণা ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা সিংড়া, নাটোর পরিচয় দিয়ে একটি প্রতারক চক্র সিংড়া উপজেলার বিভিন্ন মাদ্রাসার মুহতামীম সুপার এবং মসজিদের ইমাম মুয়াজ্জিনদের সরকারি ভাবে হজ্বে পাঠানোর কথা বলে রেজিষ্ট্রেশনের জন্য টাকা চাচ্ছে, যার কোনো ভিত্তি নাই, যে কোনো আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
অনুরোধক্রমে- সুশান্ত কুমার মাহাতো উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি ইসলামী ফাউন্ডেশন সিংড়া, নাটোর।”

আরও দেখুন

বাগাতিপাড়ায় বৃষ্টির জন্য নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক:নাটোরের বাগাতিপাড়ায় তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির প্রার্থনায় দুটি স্থানে নামাজ আদায় করেছেন …