নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় পুকুরে বিষ দিয়ে মৎস্য নিধন, ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সিংড়ায় পুকুরে বিষ দিয়ে মৎস্য নিধন, ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:

নাটোরের সিংড়ায় বিষ দিয়ে দুইটি পুকুরের মৎস্য নিধনের ঘটনা ঘটেছে। এতে করে ঐ মৎস্যচাষীর প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তার। শুক্রবার দিবাগত রাতের কোনো একসময় উপজেলার সোয়াইড় বালাল গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার সোয়াইড় বালাল গ্রামে ৪২ ও ১৩ বিঘার দুটি পুকুরে কয়েক বছর ধরে মাছ চাষ করে আসছিলেন চৌগ্রামের জাহাঙ্গীর আলম। দুই পুকুরে ১০ মাস আগে ১০ লাখ টাকার মাছ ছাড়েন তিনি এবং প্রায় ৬০ লাখ টাকার খাদ্য খাওয়ান। শুক্রবার রাতের কোনো একসময় দূর্র্বৃত্তরা রাতের আঁধারে বিষ দেয় পুকুরে। রাত ২টার দিকে পুকুরের প্রহরীরা দেখতে পায়। এতে করে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মাছচাষী জাহাঙ্গীর আলম বলেন, আমার পুকুরে বিষ দেয়ায় প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি পথে বসে গেছি। আমি এ ঘটনার উপযুক্ত বিচার দাবি করছি।

সিংড়া থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনার এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া।

আরও দেখুন

নাটোরে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে নাটোরে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। …