নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

সিংড়ায় পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় বিলের পানিতে ডুবে সোহান হোসেন (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে সাড়ে চারটায় নৌকা থেকে পড়ে গিয়ে বিলের পানিতে মারা যায় সে। সে চৌগ্রাম ইউনিয়নের চকপাড়া গ্রামের ফারুক হোসেনের পুত্র ও চৌগ্রাম স্কুল ও কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র।

স্থানীয়রা জানায়, ছোট চাচাতো ও মামাতো বোনকে সাথে নিয়ে বাড়ির পাশে বিলে নৌকায় চড়ে ঘুরতে যায় সোহান। ঘুরতে ঘুরতে বিলের মাঝে গিয়ে নৌকা ডুবে যায়। এসময় এক জেলে নৌকা ডুবা দেখে তার পরিবারকে খবর দেয় এবং সেখানে গিয়ে তাদেরকে উদ্ধার করে। পরে সোহানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি শুনেছি, খুবই মর্মান্তিক। নৌকা ডুবিতে একজনের মৃত্যু হলেও দুজনকে জীবিত উদ্ধার করেছে।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …