নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত 

সিংড়ায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের সিংড়ায় উপজেলা পরিবার পরিকল্পানা কার্যালয়ের বাস্তবায়নে পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিবাহ, কৈশোরে গর্ভধারণ, কিশোর কিশোরীদের স্বাস্থ্য,পুষ্টি, নিরাপদ স্বাস্থ্য, নবজাতকের যত্ন ও জেন্ডার বিষয়ে

জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবি, যুবসংগঠন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২০ এপ্রিল) আইইএম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের  আয়োজনে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

পরিবার পরিকল্পনা নাটোর এর উপপরিচালক মোসাঃ মাহফুজা খানমের সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্য দেন পরিবার পরিকল্পনা রাজশাহী বিভাগ এর পরিচালক এনামুল হক, এছাড়াও সংশ্লিষ্ট স্বাস্থ্য বিষয়ে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কামরুল হাসান কামরান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা,পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক আব্দুর রউফ মল্লিক, সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এস এম আলমাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ রায়হান হক, মেডিকেল অফিসার ডা,সাবরিনা সুলতানা, ৯নং তাজপুর ইউপি চেয়ারম্যান মোঃ মিনহাজ উদ্দিন, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা প্রমুখ।

আরও দেখুন

নাটোরে প্রচারণাকালে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ 

নিজস্ব প্রতিবেদক: নাটোর সদর উপজেলার প্রতিদ্বন্দ্বী ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে …