নীড় পাতা / শিরোনাম / সিংড়ায় নিহত আরজু মাঝির পরিবারকে ঈদ সামগ্রী দিলেন এএসপি জামিল

সিংড়ায় নিহত আরজু মাঝির পরিবারকে ঈদ সামগ্রী দিলেন এএসপি জামিল

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় সন্ত্রাসীদের হাতে খুন হওয়া আরজু মাঝির পরিবারকে ঈদ সামগ্রী পৌঁছে দিয়েছেন সিংড়া সার্কেলের এএসপি জামিল আকতার। ব্যক্তিগত উদ্যোগে বৃহস্পতিবার (৭ জুলাই) সন্ধ্যায় সিংড়া উপজেলার আনন্দনগর আরজু মাঝির বাড়িতে উপস্থিত হয়ে আরজুর বাবা কদম আলী ও মা মর্জিনা বেগমের হাতে ঈদ সামগ্রী তুলে দেন তিনি।

উল্লেখ্য, গত বছরের ২৭ শে আগষ্ট নৌকায় ভাড়া নিয়ে গিয়ে নিখোঁজ হয় মাঝি আরজু এবং ২৮ শে আগষ্ট গুরুদাসপুর উপজেলার বিলসা বিল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রেমে বাঁধা দেয়ায় বাইজিদ বোস্তামী, (১৮)  ফরহাদ হোসেন (১৮) ও রতন আলী (১৯) তাঁকে হত্যা করে নদীতে ভাসিয়ে দেয়। তাঁরা সবাই গুরুদাসপুর উপজেলার বাসিন্দা। বর্তমানে তাঁরা নাটোর জেলা কারাগারে আছে।

সিনিয়র সহকারি পুলিশ সুপার (সিংড়া সার্কেল) জামিল আকতার জানান, আরজু হত্যাকাণ্ডের ঘটনাটি লোমহর্ষক একটি ঘটনা। সে ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। হত্যাকাণ্ডের ঘটনাটির সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা তদন্ত করেছি এবং চার্জশিট দিয়েছি। ঈদ শুভেচ্ছা সামগ্রী দিয়ে পরিবারের স্বজন হারানো কষ্টটা একটু লাঘব করার চেষ্টা করেছি।

আরও দেখুন

নাটোরে বৈষম্যের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর কর্মকর্তা-কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক:নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর ফুলবাগান কার্যালয়ে রোববার (৫ মে) দুপুর ১:৩০ মিনিটে …