নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় ধর্ষণের বিরুদ্ধে দু’টি পৃথক মানববন্ধন অনুষ্ঠিত

সিংড়ায় ধর্ষণের বিরুদ্ধে দু’টি পৃথক মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,সিংড়া: ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হোক মৃত্যুদন্ড। স্বাধীন দেশে স্বাধীনতা চাই, ধর্ষকদের ক্রসফায়ার চাই। তোলো আওয়াজ জাগো নারী। এ রকম শ্লোগান লেখা পোস্টার, প্ল্যাকার্ড ব্যানার হাতে নিয়ে দেশব্যাপী চলা ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে নাটোরের সিংড়ার বিভিন্ন কলেজের ছাত্রীরা। ‘সিংড়ার প্রতিবাদী নারীরা’একটি ব্যানারে বুধবার সকাল ১১ টায় সিংড়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজে পড়ুয়া তরুণীরা অংশ নিয়ে ধর্ষণের বিরুদ্ধে সচেতনতামূলক বক্তব্য তুলে ধরেন। তাদের হাতেও ছিল ধর্ষণের বিরুদ্ধে লেখা শ্লোগান।

মানববন্ধনে বক্তব্য দেন রেখা খাতুন, ইরা, মারিয়া রহমান, রুবাইয়া, অর্থি, লাবনী, তাবাসুম, ইসরাত প্রমুখ। এসময় তারা পরিবার, সমাজ ও রাষ্ট্রযন্ত্রের নীতি নির্ধারকদের ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে আরো সচেতন হওয়ার পাশাপাশি কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান। সরকারের প্রতি আহ্বান জানান, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য।

একই স্থানে ধর্ষণ বিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ছাত্ররা। বুধবার সকাল ১১ টায় সিংড়া কোর্টমাঠ চত্বর থেকে মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিংড়া বাসস্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে বৃষ্টিতে ভিজে ধর্ষণ বিরোধী নানা শ্লোগান দেয় শিক্ষার্থীরা ।

এসময় বক্তব্য রাখেন, সাদী মোহাম্মদ তামিম,আবু বক্কর, মোহাম্মদ নোমান, মোহাম্মদ মৃদুল, আল-আমিন, রাসিক সহ আরো অনেকে।

শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন, সিংড়া মডেল প্রেসক্লাব সভাপতি রাজু আহমেদ,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …