বৃহস্পতিবার , মে ২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় জামিলা ফয়েজ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ

সিংড়ায় জামিলা ফয়েজ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক সিংড়া:

নাটোরের সিংড়ায় সম্প্রতি আগুনে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারসহ আশ্রয়ন প্রকল্পের ৫১টি পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেন জামিলা ফয়েজ ফাউন্ডেশন।

সোমবার বেলা ১১টায় উপজেলার চামারী আদর্শ গ্রামের আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঈদসামগ্রী বিতরণ করেন জামিলা ফয়েজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিংড়া উপজেলা আ.লীগের সহ-সভাপতি আরিফা জেসমিন কনিকা।

ঈদসামগ্রীর মধ্যে ছিলো ৫ কেজি ভাতের চাল, ১ কেজি পোলাও চাল, ১ কেজি মসুর ডাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, ২ কেজি লাচ্ছা সেমাই, ১ কৌটা গুড়া দুধ।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দিন সরদার, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক বকুল, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল মমিন মন্ডল, চামারী ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. শাহাদত হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক আনিছুর রহমান লিখন প্রমুখ।

উল্লেখ্য, গত ২১ মার্চ সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের চামারী আদর্শ গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আশ্রয়ণের ১০টি ঘর পুড়ে যায় এবং আরও ১০টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

আরও দেখুন

হিলি দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক:মহান আর্ন্তজাতিক পহেলা মে দিবস উদযাপন উপলক্ষে এক দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের …