নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় নিহত ১

সিংড়ায় জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় নিহত ১

নিউজ ডেস্ক:
নাটোরের সিংড়ায় প্রতিপক্ষের হামলায় শিল্পী (৫৫) নামে একজন নিহত হয়েছে। সে চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মরহুম ইদ্রীস আলী মন্ডলের স্ত্রী। এ ঘটনায় লাভলি (৩৫) নামে অপর একজন আহত হয়েছে। সম্পর্কে দুজন বোন।

নিহতের বোন শিউলী ও প্রত্যক্ষদর্শী জানান, রবিবার সকালে ৬ বিঘা জমিতে আমন ধান রোপন করতে আসে রবিসহ তাঁর ভাইয়েরা। দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। শিউলীসহ তিন বোন নিষেধ করলে চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবির নেতৃত্বে আইয়ুব, তৌফিকুল, বিলাশ, বজুসহ ৮/১০ জন ধারালো অস্ত্র নিয়ে আঘাত করে। এ সময় শিউলীর পেটে ডেগার মারলে মাটিতে লুটে পড়ে। পড়ে স্থানীয়রা উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। কর্তব্যরত ডাক্তার শিউলীকে মৃত ঘোষনা করে।। অপর আহত লাভলীর অবস্থা ও আশংকামুক্ত নয় বলে জানা গেছে।

সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দীকি জানান, এ বিষয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …