শনিবার , এপ্রিল ২৭ ২০২৪
নীড় পাতা / কৃষি / সিংড়ায় কৃষকদের মাঝে ভর্তুকিতে কৃষি যন্ত্র বিতরণ

সিংড়ায় কৃষকদের মাঝে ভর্তুকিতে কৃষি যন্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে ২০২২-২৩ অর্থ বছরে ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষি যন্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৬৭টি কৃষি যন্ত্র দেওয়া হয়। কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আল ইমরান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. খন্দকার ফরিদ, সদ্য বিদায়ী কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সেলিম রেজা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহামুদুল হাসান, পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল ইসলাম তপন প্রমুখ।
এসময় কৃষকদের ৫০ শতাংশ ভর্তুকিতে ৩টি রিপার বাইন্ডার, ৩টি কম্বাইন হারভেস্টার, ৪০টি পাওয়ার থ্রেসার, ১০টি মেইজ শেলার, পাঁচটি সিডার, ১০টি পাওয়ার স্প্রেয়ার এবং ১টি ক্যারেট ওয়াসার দেওয়া হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. খন্দকার ফরিদ জানান, বর্তমান সরকার উন্নয়নের সরকার, কৃষিবান্ধব সরকার। উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে ২২-২৩ অর্থ বছরে ৫০ শতাংশ ভর্তুকিতে ৬৭টি কৃষি যন্ত্র বিতরণ করা হয়েছে। চলনবিলের কৃষকদের উন্নয়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় কৃষকদের পাশে রয়েছে।

আরও দেখুন

বৈশাখের খরতাপে চলনবিলে শ্রমিকের মাঝে স্যালাইন-পানি বিতরণ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক: বৈশাখের তীব্র তাপদাহে মানুষ ও প্রাণীকুলের জীবন-যাপন হাঁসফাঁস অবস্থা। বিশেষ করে চলনবিলের কৃষি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *