নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় অতিবর্ষণে ধসে গেল বাঁশবাড়িয়া দুর্গা মন্দির

সিংড়ায় অতিবর্ষণে ধসে গেল বাঁশবাড়িয়া দুর্গা মন্দির

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ

নাটোরের সিংড়ায় অতিবর্ষণে ধসে গেছে উপজেলার বাঁশবাড়িয়া পশ্চিমপাড়ার দুর্গা মন্দির। শনিবার বিকেল ৪ টার দিকে মন্দিরের একাংশ পুকুরে ধসে পড়ে যায়।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক ভবানী চন্দ্র জানান, ২০০২ সাল থেকে আমরা এখানে পুজা আর্চনা করে আসছি। ২০১০ সালের দিকে অবকাঠামো নির্মাণ শুরু হয়। প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে গ্রামে হিন্দু সম্প্রদায়ের ও স্থানীয় সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলকের অর্থায়নে নির্মাণ হয় এই মন্দির। এ গ্রামে প্রায় ৭০ ঘর পুজা আর্চনা করে আসছে বলে তিনি জানান।

সভাপতি নারায়ন চন্দ্র জানান, আমরা খেটে খাওয়া মানুষ অনেক কষ্টে এটি নির্মাণ করেছি।মন্দিরটি ভেঙ্গে পড়ায় আমাদের অনেক ক্ষতি হয়েছে। সরকারী ভাবে সহযোগিতা দরকার।

এজন্য তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ ও প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির সুদৃষ্টি কামনা করেন।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …