নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / সালমান আবিরের কবিতা ‘শতশতাব্দি’

সালমান আবিরের কবিতা ‘শতশতাব্দি’

শতশতাব্দি

আমায় একটু বলবে প্রিয়তম ভালোবাসা কেমন হয়? 
বলবে কি  তুমি আমায় কিভাবে ভালোবাসবো তোমায়?
আমি বিন্দু মাত্র ভালোবাসতে জানিনা
কেবল জানি প্রতিটা মূহুর্ত তোমাকে ভাবতে 

ভালোবাসতে আমি সত্যিই পারিনা প্রিয়
শুধু অজস্র কাব্য লিখতে পারি তোমাকে নিয়ে,
আমি দামি দামি উপহার দিয়ে বলতে জানিনা ভালোবাসি,
ভালোবাসি কেবল জানি বকুল ফুলের মালা
তোমার খোপাতে জরাতে আর
রাস্তার পাশে জন্মানো লতাপতার নূপুর
তোমার পায়ে বেঁধে দিয়ে নির্লজ্জের মতো
তোমার দিকে ঘন্টার পর ঘন্টা  তাকিয়ে থাকতে

বিশ্বাস করো আমি সত্যিই ভালোবাসতে জানিনা প্রিয়
একটু কি শিখাবে আমায় কিভাবে ভালোবাসবো তোমায়,
আমি যে সত্যিই ভালোবাসা বুঝি না
শুধু এতোটুকু বুঝি তোমার জন্য
আমার বুকের বামপাশটাতে মায়ার একটা প্রাসাদ আছে
আর আছে তোমার জন্য বিন্দু বিন্দু করে জমিয়ে রাখা তীব্র অনূভুতি

কি করবো বলো প্রিয়তম আমি যে এখনও ভালোবাসতে জানি না
কেবলই তোমাকে নিয়ে ভাবতে জানি 
আর জানি স্বপ্ন সাজাতে
তোমার আমার স্বপ্ন আমাদের স্বপ্ন

ভালোবাসা যে কি প্রিয় আমি সত্যি জানিনা 
শুধু এটা জানি তোমাকে জরিয়ে শতশতাব্দি
বাঁচতে চাই বাঁচতে চাই বলে চিৎকার করতে,
আর বুঝি তোমাকে নিয়ে বেঁচে থাকার আমার তীব্র আকাঙ্খা 
আমি যে ভালোবাসতে জানিনা প্রিয়তম
একটু বলবে আমায় কি ভাবে ভালোবাসবো তোমায়।

লেখক: সালমান আবির

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …