বৃহস্পতিবার , মে ২ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / “সাদাকালো ২৫ শে মার্চ”

“সাদাকালো ২৫ শে মার্চ”

“সাদাকালো ২৫ শে মার্চ”

বসন্তের রাত নাকি লাশ কাটা ঘর?
যে কোন দিন কাঁদেনি !
তার হ্নদয়েও বাসা বাঁধে শঙ্কা।
রক্তের নেশায় উদত্ত নৃত্যে বহু জানোয়ার,
উদ্যান থেকে ক্যাম্পাস,
ক্লান্ত শরীরে ফুটপাতে শুয়ে থাকা পঞ্চমীর চাঁদ।

জীবনের রঙ্গিন মলাটে সাদাকালো ২৫ শে মার্চ,
নিস্তব্দ রাতে হঠাৎ ঘুম ঙেঙ্গে যাওয়া বাচ্চার চিৎকার।
আধাঁরে গাড় নিশ্তব্ধতায় মায়ের লাশ,
বাবার অপোশহীন বিরুদ্ধতা,
আবাল-বৃদ্ধ-বণিতার রক্তে সারি সারি লাশ।

ভয়, আতঙ্কে ফনা তুলে রাতের আধার পায়ের শব্দ,
গোলা-গুলির ভীতিকর আওয়াজে অপারেশন সার্চলাইট।
ঘুমন্ত শহরের শেষ প্রহর,
শিক্ষক, ছাত্র, শিশু, নারী বাদ যায়নি কেউ
বাদ যায়নি মায়ের গর্ভে থাকা নীরস্ত্র অনাগত শিশু।

ইয়াহিয়ার ধারালো থাবায় ছিন্ন বিচ্ছিন্ন হয়
সদ্য মেহেদী লাগানো নববধূর সমস্ত শরীর।
মৃত্যুপুরী হয়ে ওঠে ঢাকা,
মধ্যে রাতে নিন্মজিত লাশের শহর।

অবাক হয়ে দেখেছে পৃথিবী।
ধর্মের নামে বর্বর হানাদার,
অর্ধলক্ষ ঘুমন্ত বাঙালির হত্যার ইতিহাস।
মেশিনগানের গুলি,
ট্যাংক-মর্টারের গোলা আর আগুনের লেলিহান,
বাঙ্গালীর রক্তে রচিত করে,
জঘন্যতম গণহত্যার ইতিহাস।

গ্রেফতার হয় বাঙালি জাতির অবিসংবাদিত নেতা,
বাঙালির শতবর্ষের দাসত্বমুক্তির অগ্রনায়ক,
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।

বিশ্বমান চিত্রে অভ্যুদয় ঘটে
নতুন একটি দেশ- আমাদের প্রিয় মাতৃভূমি সোনার বাংলাদেশ।

লেখক কবিঃ আব্দুল্লাহ্ আল মামুন

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …