নীড় পাতা / আইন-আদালত / সাংসদ সমর্থকদের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে মারধরের অভিযোগ

সাংসদ সমর্থকদের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানকে মারধরের অভিযোগ


নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাটোর জেলা আ’লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেনকে মারপিটের অভিযোগ উঠেছে স্থানীয় সাংসদ সমর্থকদের বিরুদ্ধে। এঘটনায় শুক্রবার বিকেলে পৌর সদরের চাঁচকৈড় বাজার এলাকায় চেয়ারম্যান সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে হামলার শিকার চেয়ারম্যান আনোয়ার হোসেন বর্তমানে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এঘটনায় তার দুলাভাই আব্দুল মান্নান বাদি হয়ে স্থানীয় সাংসদ সমর্থক ৯জনকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেন।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় সবুর, জামাল ও কামাল নামের তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বাড়ি উপজেলার চাপিলা ইউনিয়নের খামার পাথুরিয়া রায়পুর গ্রামে। উত্তেজনাকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

হামলার শিকার উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, খামারপাথুরিয়ার কবরস্থানের পাশে একটি পুকুর খননকে কেন্দ্র করে সালিশি বৈঠক ছিল। সেখানে তিনি উপস্থিত হন। বৈঠকের একপর্যায়ে সাংসদ আব্দুল কুদ্দুস সমর্থক সবুর মিয়াসহ বেশ কয়েকজন তার ওপর চড়াও হয়ে সাংসদের বরাত দিয়ে তাকে গালাগাল দেয় এবং মারপিট করে। পৌর নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষ নেওয়ায় সাংসদ কুদ্দুস তার ওপর ক্ষিপ্ত। সেই সূত্র ধরেই তার ওপর হামলা চালানো হয়েছে।

হামলার প্রতিবাদে শুক্রবার রাত নয়টায় উপজেলা ও পৌর আওয়ামী লীগ চাঁচকৈড় বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. আনিসুর রহমান সভাপতিত্ব করেন। পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সাংসদ আব্দুল কুদ্দুস ও পৌর মেয়র শাহনেওয়াজ আলী দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। সেসময় উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন নৌকার প্রার্থী শাহনেওয়াজের পক্ষে নির্বাচন করেন। শাহনেওয়াজ আলী আ’লীগের ব্যানারে টানা তিনবার পৌর মেয়র নির্বাচিত হন। মূলত ওই নির্বাচনের রেষারেষিই চলছিল।

উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র শাহনেওয়াজ আলী অভিযোগ করেন, সাংসদ কুদ্দুস পৌর নির্বাচনে তার বিরুদ্ধে পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লবকে বিদ্রোহী হিসাবে দাঁড় করান। এতে বিপ্লব বিপুল ভোটে পরাজিত হন। সেই ঘটনাকে কেন্দ্র করেই উপজেলা চেয়ারম্যানের ওপর হামলা চালানো হয়। সাংসদ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিতর্কিত পদক্ষেপ নিচ্ছেন।

এঘটনার প্রতিবাদ জানিয়েছেন উপজেলা আ’লীগের সভাপতি এড. আনিসুর রহমান, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ জাহিদুল ইসলাম, কেন্দ্রিয় আ’লীগের উপকমিটির কৃষি ও সমবায় বিষয়ক সদস্য আহম্মদ আলী, পৌর আ’লীগের সাধারন সম্পাদক আনিসুর রহমান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এমরান শাহ, জেলা পরিষদের সদস্য সরকার মেহেদী হাসান প্রমূখ উপস্হিত ছিলেন।

এঘটনায় রাত সাড়ে নয়টার দিকে চাঁচকৈড় বাজারে বিক্ষোভ করেন নেতাকর্মীরা।

নাটোর জেলা আ’লীগের সভাপতি স্থানীয় সাংসদ আব্দুল কুদ্দুস তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি এব্যাপারে কিছু জানেনা। রাজনৈতিকভাবে তাকে হেয় করতেই এই অপচেষ্টা চালানো হচ্ছে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলায় সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: গত নির্বাচনে পরাজিত প্যানেলের কতিপয় সদস্য নিজেদের স্বার্থ হাসিলের জন্য দু’জন পরিচালকের নেতৃত্বে …