নীড় পাতা / জেলা জুড়ে / সরকারি বিধি মেনে নাটোরে রাত আটটার আগেই দোকানপাট শপিংমল বন্ধ

সরকারি বিধি মেনে নাটোরে রাত আটটার আগেই দোকানপাট শপিংমল বন্ধ

নিজস্ব প্রতিবেদক:
সরকারি বিধি মেনে নাটোরে রাত আটটার আগেই দোকানপাট শপিংমল বন্ধ করেছেন দোকান মালিক এবং ব্যবসায়ীরা। আজ সোমবার রাত আটটা থেকে প্রধান প্রধান মার্কেট শপিং মল এবং বাণিজ্যিক এলাকায় এই নির্দেশনা পালন করেন তারা। আজ জেলা প্রশাসনের পক্ষ থেকে সারা শহরে মাইকিং করে সরকারি সিদ্ধান্তের কথা জানানো হয়। শুধুমাত্র ঔষধের দোকান ছাড়া কাঁচা মালের দোকানসহ সকল ধরনের দোকানপাট বন্ধ হয়ে যায়।

এ সময় শহরের রাস্তা গুলিতে হঠাৎ করেই মানুষের ভীড় কমে যায় এবং সুনসান নিরবতা নেমে আসে। এর আগে বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে রাত আটটার পর সকল ধরনের দোকানপাট শপিং মল বন্ধ ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি করে সরকার।

তারই আলোকে গতকাল রোববার ঢাকায় শ্রম প্রতিমন্ত্রীর সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়। তাতে সর্বসম্মতভাবে দোকানপাট শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …