সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সরকারি বিধি মেনে নাটোরে রাত আটটার আগেই দোকানপাট শপিংমল বন্ধ

সরকারি বিধি মেনে নাটোরে রাত আটটার আগেই দোকানপাট শপিংমল বন্ধ

নিজস্ব প্রতিবেদক:
সরকারি বিধি মেনে নাটোরে রাত আটটার আগেই দোকানপাট শপিংমল বন্ধ করেছেন দোকান মালিক এবং ব্যবসায়ীরা। আজ সোমবার রাত আটটা থেকে প্রধান প্রধান মার্কেট শপিং মল এবং বাণিজ্যিক এলাকায় এই নির্দেশনা পালন করেন তারা। আজ জেলা প্রশাসনের পক্ষ থেকে সারা শহরে মাইকিং করে সরকারি সিদ্ধান্তের কথা জানানো হয়। শুধুমাত্র ঔষধের দোকান ছাড়া কাঁচা মালের দোকানসহ সকল ধরনের দোকানপাট বন্ধ হয়ে যায়।

এ সময় শহরের রাস্তা গুলিতে হঠাৎ করেই মানুষের ভীড় কমে যায় এবং সুনসান নিরবতা নেমে আসে। এর আগে বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে রাত আটটার পর সকল ধরনের দোকানপাট শপিং মল বন্ধ ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি করে সরকার।

তারই আলোকে গতকাল রোববার ঢাকায় শ্রম প্রতিমন্ত্রীর সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়। তাতে সর্বসম্মতভাবে দোকানপাট শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …