নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী / সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের মানববন্ধন

সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ
রাজশাহীর বাগমারায় পৌর আওয়ামী লীগের সম্মেলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে রাজশাহী টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ও সময় টিভি’র সাংবাদিক পাপ্পু’র উপর সন্ত্রাসী হামলা ও ক্যামেরা ভাংচুরের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর জিরোপয়েন্ট এলাকায় রাজশাহী টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের উদ্যোগে এ প্রতিবাদী মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি শ.ম সাজুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, সিনিয়র সাংবাদিক ও স্থানীয় দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শ্যামল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য জাবীদ অপু, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, রাজশাহী সিটি প্রেসক্লাবের সাধারণ রফিক আলম, রাজশাহী ফটো জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান রকি, দৈনিক সমকাল ও ডিবিসি নিউজের ব্যুরো প্রধান সৌরভ হাবিব, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক আনিসুজ্জামান, দৈনিক সোনালী সংবাদের সাংবাদিক ও মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, রাজশাহী কলেজ রিপোর্টাস্ ইউনিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নূর, রাজশাহী মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ আরো অনেকে।

এসময় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক রাজশাহী সংবাদ পত্রিকার সম্পাদক ও রাজশাহী টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আহসান হাবীব অপু, পদ্মা টাইমস্ ২৪ ডটকমের সম্পাদক ও রাজশাহী টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক বদরুল হাসান লিটন, জাতীয় সাংবাদিক সংস্থা’র রাজশাহী জেলা শাখার যুগ্ম সম্পাদক শাহরিয়ার অনতু, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নূরে ইসলাম মিলন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রাজশাহী জেলা শাখার সভাপতি আবু কাউসার মাখন ও সাধারণ সম্পাদক সামসুল ইসলামসহ রাজশাহীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহী টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি পাপ্পুসহ সারাদেশের সকল সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা কখনোই কারো কাম্য হতে পারে না। অবিলম্বে পাপ্পু’র উপর সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তি’র দাবি জানান বক্তারা।

প্রতিবাদী এই মানববন্ধনে রাজশাহীর সকল প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা একাত্মতা ঘোষণা করেন।

আরও দেখুন

‘আবারো রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন
আয়োজন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের প্রতি অবজ্ঞা ও অশ্রদ্ধা প্রদর্শন’

ডেস্ক নিউজ: রাজশাহী জেলা পরিষদ কর্তৃক রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠান আয়োজনে …