নীড় পাতা / আবহাওয়া / শৈত্যপ্রবাহকে দমানোর ব্যর্থ চেষ্টা লালপুরবাসীর

শৈত্যপ্রবাহকে দমানোর ব্যর্থ চেষ্টা লালপুরবাসীর

নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ
শৈত্যপ্রবাহকে দমন করা যেন দুঃসাধ্য হয়ে পড়েছে। আগুন জ্বালিয়ে ঠান্ডা কমানোর ব্যর্থ চেষ্টা লালপুরবাসীর নিত্য ঘটনায় পরিনত হয়েছে। দেশের সবচেয়ে কম বৃষ্টিপাতের এলাকা লালপুরে শৈত্যপ্রবাহে জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে বলা যায়। শনিবার ২১ ডিসেম্বর ভোরের থেকে কুয়াশায় রাস্তাঘাটে অন্ধকার নেমে আসে। গণপরিবহনসহ ট্রেনগুলোকে আলো জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়।

প্রতিকূল আবহাওয়ায় শিশু ও বৃদ্ধরা কষ্টের মুখে পড়েন। শ্বাসকষ্টসহ ডায়রিয়া, জ্বর, সর্দি কাশির মতো সমস্যা বেড়ে যায়। বার্ষিক পরীক্ষা শেষ হলেও বিভিন্ন প্রতিযোগিতামূলক বৃত্তিতে এই আবহাওয়ায় শিক্ষার্থীরা অংশ নিতে দুর্ভোগে পড়ে। প্রতিকূল আবহাওয়ায় করণীয় জানতে ডাঃ ফারজানা ইসলাম বিভা বলেন, সব বয়সীদের এসময় অবশ্যই গরম কাপড় ব্যবহার করতে হবে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের ঘর গরম রাখতে হবে এবং তাদের বাইরে বের না হওয়ায় ভালো।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক ফরমান আলী জানান, শৈত্যপ্রবাহ আজ রাতে আরো তীব্র আকার ধারণ করতে পারে এবং আগামী কালও সূর্যের মুখ দেখা যাবে না।

আরও দেখুন

প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে তরুনীকে ধর্ষণ,থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ করেছে রুবেল নামের প্রেমিক ও তার দুই …