নীড় পাতা / পূর্ববঙ্গ / শেরপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

শেরপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, শেরপুর:
শেরপুরের নকলায় বিষাক্ত সাপের কামড়ে সোবাহান মিয়া (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে, ২১ জুলাই রাতে উপজেলার বানেশ্বরদী  ইউনিয়নের বাউসা গ্রামে। নিহত সোবাহান ওই গ্রামের জনী মিয়ার পুত্র।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে বাউসা গ্রামে বন্যার পানিতে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে যায় সোবাহান।  মাছের সাথে কারেন্ট জালে একটি বিষাক্ত সাপ আটকে থাকে। রাতের আধারে জাল নিয়ে বাড়ি আসার সময় পিছন থেকে বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। এ সময় সোবহান মিয়া তার সাথে থাকা জামাল মিয়াকে জালটি ধরতে দেয়। পরে জালে আটকে থাকা সাপটি তাকেও কামড় দেয়। এতে উভয় গুরুতরভাবে আহত হয়।

আহত সোবাহান ও জামাল মিয়া কে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সোবহানের মৃত্যু ঘটে। জামাল মিয়ার অবস্থাও আশঙ্কাজনক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত  করেছেন। 

আরও দেখুন

নর্থ বেঙ্গল সুগার মিলে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক: নর্থ বেঙ্গল সুগার মিলের চলমান মৌসুমি জনবল থেকে স্থায়ীকরণ স্থগিতাদেশ প্রত্যাহার এবং সরকার …