নীড় পাতা / পূর্ববঙ্গ / শেরপুরে বিষধর সাপের ছোবলে শিশুর মৃত্যু

শেরপুরে বিষধর সাপের ছোবলে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, শেরপুর:
শেরপুরের শ্রীবরদীতে বিষধর সাপের ছোবলে মাহিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ১৩ সেপ্টেম্বর রবিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত মাহিন উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামের মোয়াজ্জেন মিয়ার ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ১২ সেপ্টেম্বর শনিবার রাতে নিজ ঘরে ঘুমাতে গেলে বিছানায় থাকা বিষধর সাপ মাহিনের পায়ে ছোবল দিলে, পরিবারের সদস্যরা রাতেই মাহিনকে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যায়। মাহিনের শারিরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ট করা হয়। রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভেলুয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …